HS (10+2) History Suggestions 2022
element – A (Marks – forty)
বিভাগ ক:
সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো? সম্রাজ্যবাদ উদ্ভবের কারণ গুলি আলোচনা করো।***
উপনিবেশিক সমাজে জাতি সংক্রান্ত প্রশ্ন ও তার প্রভাব আলোচনা করো।
উপনিবেশবাদ বলতে কী বোঝো? এর সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক আলোচনা করো।***
ক্যান্টন বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্য গুলি কী কী ? এই বাণিজ্যের অবসানের কারণ গুলি কি?***
চীনের ওপর আরোপিত বিভিন্ন অসম চুক্তি গুলি আলোচনা করো।**
ভারতে রেলপথ প্রবর্তন এর উদ্দেশ্য ও তার প্রভাব আলোচনা করো***
পলাশীর ও বক্সারের যুদ্ধের গুরুত্ব তুলনামূলক আলোচনা করো।***
ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতবর্ষের ভূমি রাজস্ব ব্যবস্থার পরিচয় দাও।
ভারতের সমাজ সংস্কারক হিসেবে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো***
সৈয়দ আহমেদ খান ও আলীগড় আন্দোলন সম্পর্কে লেখো।***
উনিশ শতকের বাংলার নবজাগরণের চরিত্র বা প্রকৃতি বিশ্লেষণ করো**
চীনের চৌঠা মে আন্দোলনের কারণ এবং ফলাফল আলোচনা করো।**
উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন ও লেনিন- এর তত্ত্ব আলোচনা করো।
জাদুঘর কাকে বলে? অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা কি?***
শিক্ষা ও সমাজ সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো।
পেশাদারী ইতিহাস বলতে কী বোঝো? অপেশাদার ইতিহাসের সঙ্গে অপেশাদারী ইতিহাসের পার্থক্য লেখো। (৩+৫)
মিথ ও লিজেন্ড বলতে কি বোঝো? অতীত বিষয়ে মানুষের ধারণাকে এরা কিভাবে রূপ দিত? (৫+৩)***
element – B (Marks – forty)
নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান ১।
1. বিদারার যুদ্ধ কবে কাদের মধ্যে হয়?
2. আদি ব্রাহ্ম সমাজ ভাঙার কারণ কি?
3. অন্তর্বর্তী সরকার কী?
four. স্বদেশ ভূমি ফ্রন্ট কী? কবে ও কোন্ দেশে এটি গড়ে ওঠে?
5. ভারতীয়রা সাইমন কমিশন কেন বর্জন করে?
6. ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন?
7. এশিয়ার মুক্তি সূর্য কাকে বলা হয়?
8. সার্ক (SAARC) এর পুরো কথাটি কি?
9. বেস্টন নীতি কি?
10. দেশপ্রাণ উপাধিতে কে ভূষিত হন?
eleven. শুদ্ধি আন্দোলন কি?
12. প্রাচ্যবাদী বলতে কী বোঝো?
thirteen. “হবসন – লেনিন তত্ত্ব” কি?
14. জে এ হবসনের বইটির নাম কি?
15. কোন্ মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হত?
16.... দেওয়ানী কথার অর্থ কি?
17. নব্য বঙ্গীয় কারা?
18. 1909 খ্রিস্টাব্দে ভারতের ভাইসরয় কে ছিলেন
19. ‘একশত দিনের সংস্কার’ বলতে কী বোঝো?
20. ভারত শাসন আইন কবে পাস হয়?
ভালো লাগলে বন্ধুদের সেয়ার করে দিও