Higher Secondary Geography Suggestion 2022 [100%]

 HS Geography Suggestions 2022


A – এর দাগের জন্য নীচের প্রশ্নগুলি ভীষণ গুরুত্বপূর্ণ


 

1 চুনাপাথর যুক্ত অঞ্চলের ভৌম জলের সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। নদীগ্রাস কি? (৫+২)


2. কি কি উপায়ে নদীর পুনর্যৌবন লাভ করে? অ্যালুভিয়েশন এবং ইলিভিয়েশন- এর মধ্যে পার্থক্য আলোচনা করো। টম্বলো কি? (3+2+2)


3. তরঙ্গ কর্তিত মঞ্চ, স্বাভাবিক খিলান এবং ব্লোহোল কিভাবে সৃষ্টি হয় – তা উপযুক্ত চিত্রসহ ব্যাখ্যা করো। অধ্যারোপ নদী কাকে বলে? *** (৬+১)



 

four. প্রস্রবণ কাকে বলে গঠন অনুসারে বিভিন্ন প্রকার প্রস্রবণ এর শ্রেণীবিভাগ করো। (১+৬)


five. বিভিন্ন ধরনের প্রবাল প্রাচীরের উৎপত্তি ও বৈশিষ্ট্য উপযুক্ত ছবি সহ সংক্ষেপে আলোচনা করো। এন্টিসল এবং মৃত্তিকার বৈশিষ্ট্য উল্লেখ করো। (৪+৩)


6. উইলিয়াম মরিস ডেভিড বর্ণিত ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায়গুলি উপযুক্ত চিত্রসহ আলোচনা করো। ইলুভিয়েশন বলতে কী বোঝায়?*** (৬+১)


7. স্ট্যালাকটাইট ও স্ট্যালাকটাইট এর পার্থক্য লেখো। শুষ্ক উপত্যকা এবং অন্ধ্র উপত্যকা বলতে কী বোঝায়? *** (৪+৩)


8. আয়তাকার ও জাফরি রুপী জলনির্গম প্রণালীর মধ্যে পার্থক্য লেখ মাটি সৃষ্টিতে জলবায়ুর ভূমিকা আলোচনা করো। (৪+৩)


B – এর দাগের জন্য নীচের প্রশ্নগুলি ভীষণ গুরুত্বপূর্ণ

1. জীব বৈচিত্রের জিনগত বৈচিত্র্য ও প্রজাতিগত বৈচিত্র্য সম্বন্ধে সংক্ষিপ্ত টীকা লেখো। জেট বায়ু প্রবাহের তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করো। *** (৪+৩)


2. উদাহরণসহ বিভিন্ন ধরনের মরু উদ্ভিদ সম্পর্কে আলোচনা করো। দুর্যোগ এবং বিপর্যয় এর মধ্যে পার্থক্য উল্লেখ করো। (৪+৩)


three. পৃথিবী উষ্ণায়নের ফলাফল গুলি লেখ মরু উদ্ভিদ ও জলজ উদ্ভিদের মধ্যে পার্থক্য লেখো। (৩+৪)


4. পরিবেশের উপর ওজোন স্তরের অবক্ষয়ের প্রভাব আলোচনা করো। লবণাম্বু উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্য আলোচনা করো। (৪+৩)


five. গ্লোবাল ওয়ার্মিং এর ফলাফল গুলি আলোচনা করো। সুনামি কাকে বলে? (৪+৩)


6. ক্রান্তীয় ঘূর্ণবাত ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত এর মধ্যে পার্থক্য আলোচনা করো। সংক্ষেপে জীব বৈচিত্রের গুরুত্ব লেখো। *** (৪+৩)


7. ক্রান্তীয় ঘূর্ণবাত ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত এর মধ্যে পার্থক্য লেখো। সংক্ষেপে জীববৈচিত্র্যের গুরুত্ব লেখো। (৪+৩)


8. নাতিশীতোষ্ণ ঘূর্ণাবর্তের জীবনচক্র চিত্রসহ বর্ণনা করো। সাদার্ন অসিলেশন কাকে বলে? (৫+২)


nine. মৃত্তিকা সৃষ্টিতে জলবায়ুর ভূমিকা আলোচনা করো। এল নিনো কিভাবে সৃষ্টি হয়? (৪+৩)


C – এর দাগের জন্য নীচের প্রশ্নগুলি ভীষণ গুরুত্বপূর্ণ

1 ‘ব্যাপক কৃষি’ প্রধানত রপ্তানি ভিত্তিক হওয়ার কারণ কি? শস্যাবর্তনের দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য উল্লেখ করো। ভারতের ডাল চাষের সমস্যা গুলি কি কি? (৩+৩+১)


2. শ্বেত বিপ্লবের গুরুত্ব উল্লেখ করো শ্রীলংকার নারিকেল চাষের উন্নতির কারণ গুলি কিকি আলোচনা করো। ***(৩+৪)


three. কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের কুফল বা সমস্যা গুলি কিকি ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সম্ভাবনা সম্পর্কে লেখ কানাডা কাগজ শিল্পে উন্নত কেন? *** (৩+২+২)


4. আধুনিক কৃষিতে যন্ত্রের ব্যাপক ব্যবহারের দুটি সুফল ও কুফল লেখো। ব্যাপক কৃষি রপ্তানিনির্ভর কেন? শস্যাবর্তনের দুটি বৈশিষ্ট্য লেখো। (৩+২+২)


5. মিশরে তুলা চাষের উন্নতির কারণ গুলি কিকি আলোচনা করো।? ভারতের শ্বেত বিপ্লবের সফলতার কারণ কি? শস্যাবর্তন কাকে বলে? (03+2+2)


D – এর দাগের জন্য নীচের প্রশ্নগুলি ভীষণ গুরুত্বপূর্ণ

1. ভারতের ছোটনাগপুর মালভূমি অঞ্চলের লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ সমূহ আলোচনা করো। ভারতের গবাদি পশুর সংখ্যা সর্বাধিক হলেও এই দেশের দুগ্ধ প্রক্রিয়াকরণ শিল্প উন্নতি লাভ করেনি কেন তার কারণ দেখাও। (৪+৩)


2. পূর্ব ভারতের লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি কি কি? বিশুদ্ধ ও ও বিশুদ্ধ কাঁচামাল কাকে বলে? (৪+৩)


three. ব্রাজিলের রাবার শিল্প গড়ে ওঠার সমস্যা গুলি কিকি? ভারতে তৈরি পোশাক শিল্প উন্নতি লাভ করছে কেন? দ্রব্যসূচক কি?


four. আলফ্রেড ওয়েবারের শিল্পের অবস্থান বাক্যতত্ত্বে শিল্পের সম্ভাব্য অবস্থানে সর্বনিম্ন পরিবহন এর প্রভাব উদাহরণসহ আলোচনা করো। ভারতের কাগজ শিল্প গড়ে ওঠার কারণ গুলি কি কি? ***


5. ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প দ্রুত উন্নতি লাভ করার কারণ কী কী? সম্প্রতি নিউজিল্যান্ড থেকে দক্ষিণ-পূর্বাঞ্চলে কার্পাস বয়ন শিল্প গড়ে ওঠার কারণ গুলি কি কি? (৩+৪)


6. ভারতের পেট্রোরসায়ন শিল্পের উন্নতির কারণ গুলি আলোচনা করো। কানাডা কাগজ শিল্পে উন্নত কেন? ** (৩+৪)


7. ভারতে মোটর গাড়ি নির্মাণ শিল্পের দ্রুত বিকাশ এর কারণ গুলি আলোচনা করো। কানাডা কাগজ শিল্পে উন্নত কেন? আইসোটিম কি? (৪+২+১)


E – এর দাগের জন্য নীচের প্রশ্নগুলি ভীষণ গুরুত্বপূর্ণ

1. ভারতের আদমশুমারি অনুযায়ী পৌর বসতির সংজ্ঞা দাও। পরিকল্পনা অঞ্চল এর দুটি বৈশিষ্ট্য লেখো। বৃহৎ পরিকল্পনা অঞ্চল বলতে কী বোঝো? (৩+২+২)


2. গোষ্ঠীবদ্ধ জনবসতি ও বিরল জনবসতির মধ্যে পার্থক্য উল্লেখ করো পরিব্রাজনের ফলাফল গুলি আলোচনা করো। (৪+৩)


three. হলদিয়া শিল্পাঞ্চল গড়ে ওঠার কারণ গুলি ব্যাখ্যা করো ব্যাঙ্গালুরুতে ইলেক্ট্রনিক্স শিল্প গড়ে ওঠার কারণ গুলি কি কি? *** (৪+৩)


4. হলদিয়া বন্দর গড়ে ওঠার কারণ গুলি আলোচনা করো। পরিকল্পনা অঞ্চলের সংজ্ঞা দাও। (৫+২)


5.. ‘কাম্য জনসংখ্যা’র সংজ্ঞা দাও এবং এর দুটি বৈশিষ্ট্য লেখো। কি ধরনের ভৌগোলিক পরিবেশে বিক্ষিপ্ত জনবসতি গড়ে ওঠে? কলকাতার সহযোগী বন্দর হিসেবে হলদিয়া বন্দরের গুরুত্ব উল্লেখ করো। *** (৩+৩+১)


6. গোষ্ঠীবদ্ধ ও দন্ডাকৃতির গ্রামীণ বসতি গড়ে ওঠার কারণ গুলি কিকি আলোচনা করো। মানুষ জমি অনুপাত কাকে বলে? (৪+৩)


7. জনবিস্ফোরণ কি? ভারতে জনসংখ্যা বৃদ্ধির কারণ গুলি আলোচনা করো। আদমশুমারি অনুযায়ী গ্রামীণ বসতির সংজ্ঞা দাও। (২+৩+২)



8.. পৃথিবীর বিভিন্ন অঞ্চলে অসম জনবন্টনের প্রাকৃতিক কারণ গুলি আলোচনা করো।

Post a Comment

Previous Post Next Post

Contact Form